তারিখঃ ২৫/০৯/২০২০ইং রোজ শুক্রবার “গ্রীন জেনেরিক (Green Generic)” এর সৌজন্যে আয়োজিত হয় শব্দদূষণ ও এর ক্ষতি এবং শব্দদূষণ রোধে সচেতনতা বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা।
এই আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী সদর চানগাও চানগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মেহেদী হাসান সুমন, প্রথমআলো বন্ধুসভার উপদেষ্টা ও সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী’র সভাপতি জনাব আব্দুল্লাহ আল মামুন রাসেল ও নরসিংদী মডেল কলেজের সম্মানিত শিক্ষক শহীদুল ইসলাম (অপু)।
এসময় সভায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব ফাইজুল কবির, হাজী আসমত আলী কলেজ (ভৈরব) এর সম্মানিত শিক্ষক জনাব আমীর হোসেন, নরসিংদী তিতাস আর্ট এর স্বত্তাধিকারী ও চিত্রকর জনাব মোঃ আল আমীন সহ আরো অনেকে।
1 Comment
অভিনন্দন। উত্তম কাজের জন্য ধন্যবাদ।আমাদের সবাইকে শব্দদূষণ সম্পর্কে সচেতন হওয়া উচিৎ।